আমার মনের গভীরের যত সুর
কখনও বিলিয়ে দিয়েছি মনের অজান্তে
নিজেই পাইনি সে খবর!
প্রেম প্রবাহ কত নিবিষ্ট হলে, একান্তে।
তাই তো নব রূপে নিজেকে দেখছি আজ
হঠাৎ আবিষ্কারে তোমার সৌন্দর্য সাজ।
নিজের আয়নায়
দেখেছি নিজেকে-
আলোকিত, যা কখনো আসে নি আঁধারের ছোঁয়ায়-
জটিল হয় কখনও জীবনের অংক, সময় পরিক্রমায়
অথচ খুব সরল সাবলিল এক যাত্রার সূচনা
যেটুকু পেয়েছি সবই মহামূল্যমানের সম্ভারে অমূল্য কণা।
আলোকবর্তিকা তুমি। এক মহামূল্য শব্দ তুমি
বিনিময় মূল্যে ধরে না, যার অর্জন শুধু নিজ জন্মভূমি
লক্ষ্য কোটি জনতার যা দান
শ্রেষ্ট সন্মান।
নত হয়ে আসে সকল কিছু শুধু সেই তুমিতে
সকলে যেমন নিমিজ্জিত থাকে নিজ জাতীয় সঙ্গীতে।।
সেই রূপে তোমাকে দেখেছি প্রতিবার
তুমিই হতে পারও জগতের অহংকার।
আমিও হয়েছি সেই অহংকারের একটুকু অংশিদার
অর্জিত অধিকার তোমাকে শুধু ভালোবাসার।
তারিখঃ নভেম্বর ১২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,