যে মন এক ছিল, অভিন্ন; তাকে এবার ভাজক দিয়ে –
গণিতে যাকে বলে ভাজ্য তাকে এবার
ভাগ করে
বের করেছি ভাগফল !
যে অভিন্ন মন বারে বারে সুতীক্ষ্ণ তরবারী দিয়ে
করেছে ক্ষত হৃদয়ে !
দেখিনি তবে কি আছে ভাগফলে !
নাকি শুধু শূণ্য !
রেখেছি বিশ্বাস, ভাগফলে শূণ্য
তাই নিয়েছি বুঝে অসীম সে।।
কি ক্ষমতা আমার তাকে সীমায় আনা !
সে তবে থাক অসীম সীমানা ছাড়িয়ে –
বহুকাল ধরে যে সীমানায়
বিশ্ব-ব্রহ্মাণ্ড আছে মহাকালে দাঁড়িয়ে।।
তারিখঃ ২ সেপ্টেম্বর ২০১৬
রেটিং করুনঃ ,