হঠাৎ করে তাকে ভুলে গেলাম !
খুব কি সহজেই !
নাকি অর্থ কড়ির তাপের কারণে !
নৈতিকতার অভাবে!
নাকি আর্থিক দৈণ্য দশায় পড়ে !
আমি তো দেখি “সেই আমি” এখনও অবিকল।
অর্থ কড়ি, নৈতিকতা সবই সরল রেখায় এখনও!
তারপরও হৃদয় কাঁপে থরথর
স্মৃতিরা ধরে চেপে ধরে কন্ঠ, হৃদয়ের মধ্য খানে।
কথা ছিল না এমন !
কথা ছিল না—-
হাই হীল, প্যন্ট সার্ট
সর্টকাট স্কার্ট
কালো সান গ্লাস,
ওয়েট কিছুটা প্লাস
বাহারী সব পারফিউম
হারায় রাতের ঘুম
ফুরফুরে রাত শেষে দিন
হাতে পানীয় রঙিন।
নানান কল আসে হোটেলে মটেলে
কল গার্লে নাম লেখালে !
ভুলে যাওয়ার কারণটা যদি আমি হই –
আসলেই কি আমি নই !!
সেটাই বড় ভয়!!
হৃদয়টা ছিন্ন-ভিন্ন করে ভুলে যেতে হয় !
তারিখ: অক্টোবর ০৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,