হৃদয়ে ঝর্ণা ধারা বসিয়ে অবিরত কেবলি স্রোতের দান
চাঁদের আলো মুখি মাখিয়ে কেবলি গাও আনন্দ গান
খিলখিল হাসি রাশিতে আসে বন্যা ভাঙ্গে উচ্ছ্বাসের বাঁধ
তুমি হেসেছো জেনে অমাবস্যার রাতেও এসেছে পূর্ণিমা রাত।
ঢৈউ খেলানো খেয়ালি চুলে ফুরফুরে বাতাসে ভারি আকাশকেও হাসাও
থমথম চাপা কান্নার শোকের মিশিলের যাত্রীদের তুমি আনন্দে ভাসাও।
নাই সৌন্দর্য, নও অতি গুণবতি, নাই সজীবতায় প্রফুল্লতায় দেহ
তবুও মুদ্ধ অতি বিশ্মিত অতি যেন জগতে তুমি ছাড়া নাই কেহ।।
তোমার আকারে, তোমার রূপে তোমার মায়াবী মাধুরীতে মিশে
তোমার মায়াবী ছোঁয়ায়, মায়ায়, বিষকেও অমৃত জেনেছি অবশেষে।।
তারিখঃ জুন ১৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,