যে পথে পড়ছে তোমার নিত্য পাঁয়ের চিহ্ন
রেখো মনে, আমারো পাঁয়ের চিহ্নের ছাপ,
আছে পড়ে সেখানে হয়ে অভিশাপ।
এভাবেই পেরেছি বিলাতে মনের অনুভূতি হৃদয়ের তাপ।
হয় তো দেখতে না পাও !
হয় তো পিছনে ফিরেও না তাকাও !
তবে কি ! কিছুই তো নেই থেমে
জীবন চলেছে তার আপন গতির প্রেমে-
বিভক্তিকে ভেদ করে-এখনো আমি যে অ-ভিন্ন
নিজেকে সঁপেছি, যেখানে নিত্য তোমার পাঁয়ের চিহ্ন।।
তারিখ: এপ্রিল ০৫, ২০১৪
রেটিং করুনঃ ,