চন্দনের সু-গন্ধিতে হৃদয় মাখিয়ে
মাতাল কে না হয় বলো
বাহিরে ছুটার ডাক এসেছে
হাতে হাত ধরি চলো।
কিসের ভয় কিসের লোক লজ্জা
বাসনায় আজ নিজেদের সাজ সজ্জা।
ক্ষুদ্র এ জীবন সময় কালে
যদি চলি সমাজের নিয়ম তালে
বাসা বাঁধে হাহাকার আর অতৃপ্তির
সংযোগে যাতনা বেদনার নীড়।
মুক্ত শক্ত হাতে হাত রেখে
চোখে নানান বাসনা স্বপ্ন এঁকে
আকাশের নীলিমায় যাই মিশে
অভিন্নতায় অনঢ় যতই দহনে বিষে।
তারিখঃ ডিসেম্বর ০৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,