অভিজ্ঞতার কবিতা
বৃদ্ধ বয়সে একটি কবিতা লেখা হবে
অভিজ্ঞতার কবিতা।
কৌশরে, তারুণ্যে যৌবনে সবই ছিল তুচ্ছ,
সহজ সমাধান বা অর্জন।
কিন্তু দীর্ঘ যাত্রার পথে
সব সহজেই সহজ নয় সকলের।
আলেকজান্ডার, সম্রাট আকবর, নেপলিয়ন
হাতে গনা ওরা শুধু কয়েক জন।
সাফল্যের শীর্ষে উঠা কত তারুণ্যে বা যৌবনে।
দীর্ঘ যাত্রার পথ বড় দূর্গম ও নির্মম,
স্বপ্ন ও বাস্তবতায় নানান ভিন্নতা।
তবুও বাস্তবের শুরু স্বপ্ন থেকে
বাস্তব বা কল্পনা সবই সহজ ছিল-
যদি সবই হত সময়মত ও সঠিক বিচক্ষণতায়।
রেটিং করুনঃ ,