” অভাবে স্বভাব নষ্ট ” – কথাটি কি সব ক্ষেত্রে সঠিক !
ভালোবাসার ক্ষেত্রে অভাব না থাকলে ভালোবাসা বড় রূপ ধারণ করে না। যদি কোন ঘরে বা সম্পর্কে ভালোবাসার অভাব বোধ জাগ্রত না হয় সেখানে যা হয় তা মোটামুটি, দিন চলে যাচ্ছে এই ধরনের।
ভালোবাসার অভাব দেখা দিলে, তীব্র অভাব বোধ জাগ্রত হলেই, লাইলী-মজনু, শিরি-ফরহাদ এই নামগুলি চলে আসে তখন এই অভাব বোধটি মানুষকে উন্নত ধাপে নিয়ে যায়।
ভালোবাসার ক্ষেত্রে একটি তীব্র অভাব বোধের প্রয়োজন খুব, এই ক্ষেত্রে স্বভাব নষ্ট না হয়ে বরং “জীবন” যাত্রা শুরু করে মহৎ জীবনের পথ ধরে।
একই ভাবে জ্ঞানের ক্ষেত্রেও কথাটি খাটে, আজ যারা মহা জ্ঞানীর খাতায় নাম লিখে নিয়েছেন তাদের মধ্যেও ছিল তীব্র অভাব বোধ, জ্ঞানের অভাব বোধ জাগ্রত হলেই সাধারণ মানুষও মহা জ্ঞানীর খাতায় নাম লিখাতে পারেন।
তারিখ: এপ্রিল ২০, ২০১৮
রেটিং করুনঃ ,