আমার ক্ষুদ্র প্রচেষ্টায় লেখার একটি রাস্তা খোঁজা আর এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করে একটি নিদৃষ্ট স্থানে পৌঁছানো কখনো লক্ষ্যের মূল বিষয় হয় না, লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনা মত লক্ষ্য অর্জনে পথে পা রাখা। বাংলা লেখার ব্লগে তাই আমার পথ চলা, শুরুর সূচনা মাত্র।
বর্তমান প্রযুক্তির বড় প্রাপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ভাষায় লেখার ব্লগ যেখানে বিশ্বকে খুব ছোট আকারে রূপ দিতে পেরেছে সকলের প্রচেষ্টায়। আসলই বর্তমান প্রযুক্তি সীমানার দিক দিয়ে বিশ্বকে ছোট করে দিলেও ভাবনার দিক দিয়ে বর্তমান প্রযুক্তি বিশ্বকে একটি বিশাল রহস্যের ভুবনে রূপ দিচ্ছে তার প্রতিদিনের সৃষ্টিতে আমাদের প্রতি ক্ষণই অবাক হতে হয়।
আবার বর্তমান প্রযুক্তিকে নিয়ে নানান ভাবে আমরা অবাক হচ্ছি এর ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে, আবার বর্তমান প্রযুক্তির নেতিবাচক দিকগুলির মধ্যে যদি বন্দী হয়ে যাই সেখান থেকে মুক্তি পাওয়াটাও বেশ কঠিন বিষয় ইদানিং, এখন আমরা অনেকটা ভিন্ন ধরণের সচেতন বিশেষ করে শিশুকাল অতিক্রমের পরে আমাদেরকে এক নিজে ছাড়া সু-শিক্ষা দেওয়ার মত যেন কেউ নেই।
তাই মাঝে মাঝে ভাবি আমি কি বর্তমান প্রযুক্তির নেতিবাচক কোন কিছুর মধ্যে বন্দী যেখানে আমার মনে হচ্ছে আমি সঠিক পথেই আছি কিন্তু প্রকৃত ভাবে সত্যি কি ইতিবাচক অবস্থানে নেই !
অনেক মত আমারও অভিযোগ বর্তমান প্রযুক্তির লেখার মাধ্যমগুলি আমাদেরকে বই থেকে দূরে সরিয়ে রেখেছে, করেছে বই বিমুখ তার চেয়ে আরো বড় ক্ষতিকর বিষয়টি হচ্ছে মনোযোগ থেকে বিচ্ছিন্ন করে করে রাখা। মাঝে মাঝে বুঝি কখনো কখনো নিজেই মনোযোগ থেকে বিচ্ছিন্ন থাকি আর এটাকেই মনে হয় বর্তমান প্রযুক্তির একটি নেতিবাচক দিক।
একটি গুরুত্বপূর্ণ বই যেখানে একাগ্র চিত্তে দুই ঘন্টায় পুরো বই বা আংশিক অংশ পড়ে সমাপ্ত করা যেত কিন্তু তা আমি পারছি না কারণ বর্তমান প্রযুক্তির লেখার মাধ্যমগুলি বা যোগাযোগ মাধ্যমগুলি মনোযোগ থেকে বিচ্ছিন্ন ঘটাতে বেশ সহায়ক ভূমিকা রাখছে কেননা অনলাইন প্রযুক্তি প্রায় সারা ক্ষণই তাড়া করে নিচ্ছে কেউ কোন বার্তা পাঠালো কিনা কিম্বা কত জন লাইক করেছে আমার ছবি বা কোন লেখাকে ! তাই আজকাল রেহাই পাওয়া খুব মুশকিল অনলাইন প্রযুক্তি থেকে। তাই অনুশীলন শুরু করেছি কী ভাবে যোগাযোগ মাধ্যমগুলি থেকে অনেক অংশে নিজেকে সরিয়ে রাখা, তবে শত ভাগ নিজেকে সরিয়ে রাখলে যুগের সাথে তাল না মিলিয়ে চলার কারণে আদি কালের বাসি হতে হয়।
ব্লগ যোগাযোগ মাধ্যমের অন্তর্ভূক্ত হলেও এখন কাগজের পাতায় লেখা আর অন লাইনে ব্লগের পাতায় লেখার মধ্যে কোন পার্থক্য দেখি না তাই অবসরের সময়টুকু ব্যয় হচ্ছে ব্লগে লিখে বা লেখার চেষ্টায় ।
তারিখঃ ২১ ডিসেম্বর ২০১৬
রেটিং করুনঃ ,