অবসরের বাইরে পর্ব – এক।।
নিজেই আগে থেকে বুঝতে পারছলাম যে ক্ষেত্রে নানান দিক দিয়ে পিছিয়ে পড়ছি অথচ নিজেই ছিলাম পিছিয়ে পড়া তত্বের অনুসারী।
অবসরের বাইরে যে ক্ষেত্র যেখানে ভালো করছি না এমন অভিযোগ উপর থেকে পাচ্ছি বেশ কয়েক মাস আগে থেকে, সন্মান বাঁচাতে অথবা পুরাতন দিনে ফিরে যেতে কী করুনীয় তাই ভাবছি।
ইডি আর এমইউ এখন বসচেয়ে বড় প্রতিরোধ্য শক্তিতে প্রকাশিত হয়ে পড়েছে যেন তারা ছাড়া ক্ষেত্রটি অচল। কোন ছাড় বা সন্মান দিতে অনুচ্ছুক। আমাকে ডিংঙ্গিয়ে উপরে উঠতে তারা মরিয়া। কোন সহযোগিতা যেন ডুমুরের ফুল।
নিজের জন্য নিজের সাফল্যের পথ খুঁজে সেই পথ ধরে চলা ছাড়া কোন বিকল্প নেই, প্রয়োজন কাজের গতি পরিবর্তন। নানান তথ্যে নিজেকে সমৃদ্ধ করা এবং সব প্রশ্নের মোকাবেলা করা।
এখন সংকটময় একটি সময়ের মধ্য দিয়ে এগয়ে চলেছি- এই ক্ষেত্রে বড় প্রয়োজন নিজেকে বার্তা আদান প্রদানে ও কারিগরি দিক দিকে উন্নত করা, সম্পৃক্ত মানুষের মধ্যে একটি প্রভাব বলয় তৈরী করা।
টিকে থাকতেই হবে, পরিবর্তিত হতে হবে উপরে উঠতে হবে কষ্ঠ স্বর দৃঢ় করতে হবে এমন কোন চেতনা বা পরিকল্পনা নিজের মধ্যে দেখতে পাচ্ছি না।
এর আগের বছরগুলিতে ক্ষেত্রে এমন চ্যলেঞ্চ লক্ষ্য করি নি আজ নিজে বড় হুমকির মুখে।।
তারিখঃ আগষ্ট ০৪, ২০২১
রেটিং করুনঃ ,