যখন বড় অসহায় হয়ে পড়িছি প্রায়ই অকারণে
হতাশা ঢেকে ফেলে শীতের কুয়াশার মত
তখন দেখি কুয়াশা ভেদ করে আলোর প্রবেশ
সাথে দেখি তোমাকে, মেঘে ঢাকা আড়াল চাঁদের
উঁকি মারার মত নও। খুব স্বচ্ছ ও ষ্পষ্ট হয়ে –
খুব সামনে আসো, মনের আঙ্গিনায় ভাসো।
সব দূর্বলতা হীনমন্যতাবোধ হারিয়ে যায় তখন নিমিষে
বড় সবলে ফিরে পাই সেইদিনের রাজকুমারের শক্তি, আবারও।
বড় অসহায় দিনে সহায় করেছো কত!
সবই অজান্তে, জানে নাই কেউ, জানো নাই তুমিও।
ভাবতো কত শক্তিমান কত যাদুকরী হয়ে
মায়াময় ক্ষমতায় তুমি-
আমার হৃদয়ে, মন, মননে ঠাঁই করে নিয়েছিল বড়
বন্ধু প্রতীম বেশে
আজ অবশেষে
কোন দাবি না রেখে কোন দান বা ঋণ
অফুরন্ত শান্তির দিন।
তুমিই শ্রেষ্ট থেকে গেলে
জীবনের শেষ দিন সময় ক্ষণ পর্যন্ত আকাশে মুক্ত ডানা মেলে।।
তারিখঃ অক্টোবর ১০, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,