অপেক্ষার প্রহর নিমিষেই ফুরায়
দীর্ঘ হয় বৃহৎ আকারেও আবার
অপলকা বলে ডাকতে শিখেছি যখন
ঠিক তখন থেকে এই প্রহরের খেলা শুরু।
পলক পড়ে নি আর চোখের পাতায়
মনের পাতায়।
চোখের দেখায় অপেক্ষার প্রহর নিমিষেই ফুরায়
মনের দেখায় অপেক্ষার প্রহর নিমিষেই ফুরায়
অপেক্ষার প্রহর দীর্ঘ হয় বৃহৎ আকারে
চোখের না দেখায়
মনের না দেখায়।
অপলকা –
সত্যি কি চোখের পলক পরবে না আর কোন দিন চোখের পাতায় !
মনের পাতায় !
অপেক্ষার প্রহর না ফুরিয়ে কেবলি কি দীর্ঘ হবে বৃহৎ আকারে !
তোমার দুঃখটুকুর মাঝে, তোমার পরশটুকুর মাঝে
মিশে যেতে পারলে অপেক্ষার প্রহর নিমিষেই ফুরিয়ে যেত।
শুধু দাবিটুকু রেখে গেলাম অপেক্ষার প্রহর নিমিষেই ফুরিয়ে দিতে-
অপলকা – শুধু এই দাবিটুকু রেখে গেলাম
যা তুমি কেবলি পারো পূরণে।।
তারিখঃ জানুয়ারী ১৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,