আজ হার মেনেছে পূর্ণ পূর্ণিমা চাঁদ
হাতে দিয়েছে ধরা অন্য পূর্ণিমা রাত।
অন্য চাঁদ নেমেছে তার মুখে
আকাশ ভুবন মেতেছে ভিন্ন সুখে।
তাই তো ম্লান পূর্ণিমা চাঁদের আলো
পূর্ণিমা রাতকে বশ করেছে কালো।
খিল খিল হাসি রাশি রাশি তার –
আলোকিত করেছে কেটেছে আঁধার।
সৌন্দর্য সম্ভার বিলায়েছে অকাতরে
তোমার হাসিতে মুক্তা ছড়ানো থরে থরে।।
এতো আলো, এতো সুখ ধারা ভুবন এতো আনন্দময়-
হৃদয় দেখেছে, তাইতো দেখেছি আজ আমার প্রিয় হৃদয়।।
তারিখঃ মে ০৩, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,