কত বাঁক জীবনে !
কত বাঁক আসে, যায়।
তেমনই এক বাঁকে তুমি এসেছিলে
ভালো লাগার বেশে
অন্য এক বাঁক নিল অবশেষে; তাই-
নিবিড়ে থেকো, অন্তরে থেকো
অধিক তুচ্ছ হলেও থেকো,
বিন্দু কণা, বালুু কণা, একটি ক্ষুদ্র বালু কণার
ক্ষুদ্র কণা হলেও, নিবিড়ে থেকো, অন্তরে থেকো
স্পর্শে থেকো, বাহুতে থেকো
দূরে থাকলেও অন্তরে থেকো।
দুঃখে, যন্ত্রণায় বিষাদে
একাকার হয়ে
পাল ভাঙ্গা, হাল ভাঙ্গা নৌকার মত
প্রবল ঘূর্ণিতে দিক ভ্রান্ত হলেও
পাশে রেখো।
কঠিন দহনে পুড়ে, কঠিন করুণে
শুভ্রতা থেকে কৃষ্ণ হলেও
কাছে রেখো।
স্বপ্ন বাসনারা যদি ভেঙ্গে যায় নদী ভাঙ্গনের মত
কাছে রেখো।
আত্ম পিড়নে, হঠাৎ আগন্তক শোকে
রুক্ষতায়, রুগ্নতায় সজীবতা হারিয়ে
যদি কাঠি হয়ে যাও তবুও চোখে চোখ রেখো।
অসহায়ত্বের ছোবলে পড়ে যদি
দাঁড়ানোর শক্তি, সাহস হারিয়ে ফেল
তবুও হাত বাড়িয়ে রেখো।
তারিখঃ ডিসেম্ভর ০৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,