যদি জানতাম আমার শেষের পরিনাম
জীবন বেলায় মিঠায়ে দিতাম তার দাম।
আমার সব অর্জন তোমার নিবেদনে
বিলিয়ে দিতাম আমার সব অন্তর সমর্পণে
শুধু থেকে যেত সবই শূণ্যের খাতায়-
থেকে যেত সবই অসীম পূর্ণের ছায়ায়।
কেন জানায়ে দিলে না শেষ পরিনামের মাপ
সাধন দিয়ে মুছে দিতাম জীবনের সকল পাপ।
অন্তর দুয়ার দখলকারী – এ কেমন তোমার খেয়াল
কিছু না জানিয়ে গেঁথে দিলে বিষ পাথরের দেয়াল !
অবেলায় আজ বড় অসহায়ে বড় তীব্র কাতরতায়
পাপ মোচনের সুযোগ দিয়ো তোমার কোমল ছায়ায়।।
তারিখঃ জুলাই ১৩, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,