এতোদিন এতোটা কাছে থেকে –
হৃদয় গভীরে এক গভীর দাগ এঁকে!
কোন বাতাসে হারালে হঠাৎ করে
কোন ফুল হয়ে ফুটে আবার পড়লে ঝরে!
তাই তো দেখি না আর সেই আলোয় মাখা মুখ,
হাসি ছড়ানো মুক্তা রাশি, হৃদয় বিলানো বুক!
দেখি না ঢেউ খেলানো অরণ্য চুলের কোমল খেলা,
অপলক দৃষ্টিতে – সময় না ফুরানোর আশার বেলা।
এমনি করে কত দিনের তুমি জমানো রত্ন ভান্ডার
সৃষ্টি যা জুড়িয়ে দিয়েছিল অনন্ত সৌন্দর্যের সম্ভার।
সব তোমাকে জগতের শ্রেষ্ট সব আহরণে
অফুরন্ত তুমি, না ফুরাবার অন্তত আমার অন্তর প্রাণে।
থেকো অন্তরে ঠাঁই নিয়ে থেকো, আপন ইচ্ছা মত
হারালেও হারায়ে যেও না, অন্তরে থেকো অবিরাম অবিরত।।
তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,