শুধু কি বন্ধু তুমি! সুখ দুঃখ ভাগাভাগির!
সকল বাসনা, আশা- ,সকল ভাবনার নীড়!
দূরের বন্ধু যদি অথবা অতি নিকটের
পার্থক্য পাই না কিছু গভীর এক আবেগের।
সারা মন জুড়ে ঘনঘটায় আছন্ন থাকো সারাবেলা
পৃথিবীর সাথে সূর্যের যেমন আলো-ছায়া খেলা।
চির দিনের পথের সাথী সুখে কি দুঃখে
যত আড়ালে যাও থাকো তুমি সম্মুখে,
নিয়ম মেনে- আলো জ্বলে আলো নীভে
তুমি সদা আলোকিত আমার প্রদীপে।
যতবার যত রূপে দেখি আমি বিশ্ময়ে
সদা আছো তুমি খুব কাছে নির্ভেয়ে।
জগৎ হারা হোক- এই নদী অরণ্য পাহাড়
তুমি আমি যেন পাই অন্তরে থাকার অধিকার।।
তারিখঃ সেপ্টম্বর ০৬, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,