খুব সহজ ভাষায় খুব সহজ ভাবে খুব সহজ প্রকাশে
যে কথাটি আর হলো না বলা আছে তা অন্তর আকাশে
স্ব-যতনে রেখেছি, আমার সু-উচ্চ ইমারত হৃদয় তলায়
দিনে দিনে বাড়িছে মূল্য যে কথা থাকিল না-বলায়।
মূল্য ভারে হৃদয় কাঁপে ধারণে যে হিরক মুক্তা
জগতও যদি বিলাই হবে না কিছুর সমমান তা,
সহজে যদি বলা হতো কিছুটা মান নিচুতে নেমে
অনন্ত কালের সে বাসনা হয় তো যেতো থেমে।
জানি নাই কি মূল্যমানে তুমি! তাই থেকে গেল সেই কথা
কাব্য রচে যায় লাইনে লাইনে পাতায় পাতায় শুধু নিরবতা।
অন্তর পুড়িবে না, জ্বলিবে না দাহ, উড়িবে না তপ্ত ধোঁয়া
প্রতি ক্ষণে তাই আমি যে পাই তোমার অন্তরের ছোঁয়া।।
তারিখ: জুন ২৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,