এর আগের লেখাটায় শেষ লেখাটা ছিল পরের কথা গুলি।
আমাদের পেশায় (পোশাক) যারা দুই এক বছর কাটিয়েছে কথা বলার ফাঁকে নূতনদের একটা প্রশ্ন ছুড়ে দেই। আচ্ছা বলত – সুই এর ছিদ্রটা সুই এর ঠিক কোন খানে !!
উত্তর তারা দেয় ঠিকই কিন্তু উত্তরটা ঠিক পূর্ণাংগ হয় না।
বাসায় বা হাতে আমরা যে সুই ব্যবহার করি যাকে আমরা হাত সুই বলি এই হাত সুইএর ছিদ্রটা সুই এর পিছনে। আর মেশিনে যে সুই ব্যবহারিত হয় বার ছিদ্রটি সুইএর সামনে।
হাত সেলাই মেসিন বা বৈদ্যুতিক সেলাই মেসিনের সুইএর ছিদ্রটি সামনের অংশে। কেন সামনের দিকে আর কী ভাবে সেলাই মেসিন তৈরি হল এর পিছনে একটা গল্প আছে। আজ তার গল্প করি।
সেলাই মেসিন যিনি তৈরি করলেন ভোর রেতের দিকে একটা ভয়াবহ দুঃস্বপ্ন দেখে আমেরিকান এক আবিষ্কারক প্রচন্ড চমকে গিয়ে, ঘুম ভেংগে ঝিম ধরে বসে ছিলেন বহুক্ষণ। স্বপ্নের কথা ভাবলেন বহু সময়। স্বপ্নে দেখেছিল একদল রেড ইন্ডিয়ান তাঁকে তাড়া করছে বর্শার মত একটা অস্ত্র নিয়ে। তিনি স্বপ্নে দেখলেন বর্শার সামনের দিকে একটা ছিদ্র। প্রথমে সামনে একটা ছিদ্র ওয়ালা সুই তৈরি করলেন্। এর পর ভাবতে ভাবতে সেলাই মেসিন তৈরি করে ফেললেন।
তারিখ: জুন ০৫, ২০২১
রেটিং করুনঃ ,