অনেকের পরিকল্পনায় ছিল বিভিন্ন পর্যটর কেন্দ্রে ভ্রমণের মধ্য দিয়ে বন্দী জীবন থেকে মুক্ত জীবনে ফিরে যেতে। (এপ্রিল ২০২১)
মার্চের প্রথম সপ্তাহ থেকে করোনা সংক্রমণের হার ছিল নিন্ম-সূচকে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল প্রায় ৫৫০ জন যা ছিল নিয়ন্ত্রণের মধ্যে। সব কিছু উম্মোক্ত হলো অফিস, হাট-বাজার, সব ধরণের যান চলাচল শুধু মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া। মানুষ ব্যাপক ভাবে বেড়িয়ে পড়লো ঘরের বাইরে পর্যটন কেন্দ্রে।
মার্চের শেষ সপ্তাহে স্বাধীনতা ৫০ বছর আর নরেন্দ্র মোদির ঢাকা আগমন নিয়ে সকলে ব্যস্ত থাকায় করোনা সংক্রমণের হার পর্যবেক্ষণে ভাটা পড়ে অবশেষে হু হু করে বাড়তে থাকে দৈনিক সংক্রমণের সংখ্যা। এর মধ্যে অনেকের পরিকল্পনায় ছিল বিভিন্ন পর্যটর কেন্দ্রে ভ্রমণের মধ্য দিয়ে বন্দী জীবন থেকে মুক্ত জীবনে ফিরে যেতে। অন্য দিকে ৩১ শে মার্চ দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল প্রায় ৫৫০০ জন।
কঠোর লক-ডাউনের শুরু শুরুর ঘোষনা আসে ৬ই এপ্রিল থেকে আর পূর্ব নির্ধারিত আনন্দ ভ্রমন থেকে বিরত না রেখে রাজধানী শহরের কাছাকাছি কেরাণীগন্জের ম্যাজিক আই ল্যন্ডে এপ্রিলের ০৩ তারিখ (সংক্রমণের সংখ্যা ৫৬৮৫ জন) ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততায় সময় কাটানো পানিতে নামার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত আর পানিতে নামা হয় নি আমাদের ও সূর্যের তেজ ছিল ভয়াবহ।
সব মিলিয়ে বেশ ভালো কেটেছে দিনটি।।
তারিখঃ এপ্রিলের ০৩, ২০২১
রেটিং করুনঃ ,