এখন মধ্য এপ্রিল ২০২০, করোনা ভাইরাসের প্রকোপে বলা যায় সারা বিশ্বের জীবন বাঁচানোর কিছু কার্যক্রম ছাড়া সব কর্মকান্ডই থেমে আছে, কিছুদিন আগের সচল বিশ্ব আর কতদিন অচল থাকবে তা কারও অনুমানের বাইরে এখনও, বর্তমান পেক্ষাপট ধরে বলা যায় আমাদের জীবন ধারা আর আগের মত চলবে না, প্রতিটি ক্ষেত্রে, পরিকল্পনায় বিপর্যয় নেমে আসবে আর তা মেনে নেওয়া ছাড়া কোন বিকল্পও থাকবে না।
বিশ্ব এখন চলছে স্বাস্থ্য ঝুঁকির মধ্য দিয়ে যার মধ্য দিয়ে এই অচল বিশ্বের সূচনা।
স্বাস্থ্য ঝুঁকির পরে প্রথম বড় হোঁচট আসবে খাদ্য ও বাসস্থানের ক্ষেত্রে যা অন্য কথায় বলা যায় দূর্ভিক্ষ। বাস্তহীন হয়ে খাদ্যহীন বহু মানুষের মৃত্য হবে যেন খুব স্বাভাবিক বিষয়।
গ্লোবাজাইসনের যুগ থেকে পৃথিবী সরে যাবে অনেক দূরে, অর্থের অভাবে প্রযুক্তিগত সুবিধাগুলি দিনে দিনে হারিয়ে গিয়ে মানুষ হয়ে যাবে প্রচন্ড একা। শুধু মাত্র নিজের খোঁজ খবর ছাড়া অন্যের খোঁজ খবর রাখার মত জানার মত মানুষের আগ্রহ থাকবে বলে মনে হয় না।
শারিরিক ভাবে যারা শক্তিমান তারাই টিকে থাকবে, দিনে দিনে বেড়ে যাবে ছিনতাই অপহরণ, চুরি ডাকাতি সেই সাথে হত্যা।
কেউ যানতে চাইবে না কেমন আছি আমরা ! অন্যরা কে কোথায় কেমন আছে! যেন নিজের বেঁচে থাকাটাই বড় কথা, হোক তা অন্যায় পথে, হোক তা যুদ্ধ করে।
তারিখ: এপ্রিল ১৩, ২০২০
রেটিং করুনঃ ,