অনির্দিষ্টকালের জন্য টেন মিনিট স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (২ আগস্ট) দিবাগত ১২ টার পর তাদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, ‘টেন মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস আজ (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’
তবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের সচল থাকবে ভিডিও।
চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই এই ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি। ২০১৫ সালে অনলাইন শিক্ষামূলক এই প্ল্যাটফর্ম তৈরি করেন আয়মান সাদিক।
এর আগে গত ১৬ জুলাই বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রথম ও একমাত্র ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিলের ঘোষণা দেয়।
সূত্র: মানবজমিন।
তারিখ:আগষ্ট ০৩, ২০২৪
রেটিং করুনঃ ,