মানুষের অধৈর্য বোধ ও অসহিষ্ণুতার কারণে এই করোনা কালে এই দেশ এই বিশ্ব হয়তো স্বাভাবিক ভাবেই চলবে! করোনা হয়ে যাবে একটি স্বাভাবিক বিষয়। মানুষ করোনায় আক্রান্ত হবে, মানুষ মারা যাবে, শ্রমিকরা শ্রম বিলিয়ে যাবে, কৃষকরা ফসল ফলিয়ে যাবে কর্মকর্তাগন অফিস কর্ম করে যাবেন, ব্যবসায়িগন টাকার হিসাব করে যাবেন। চলবে নানা আচার অনুষ্ঠান, নানা আয়োজন, নানা রঙ ঢঙ।
গাছে ফল ধরবে, পাখি আকাশে উড়বে, গরু মাঠে চড়বে যারা বেঁচে থাকার তারা বেঁচে থাকবে যারা মরে যাওয়ার তারা মরে যাবে। এর মধ্যেই নতুন শিশু জন্মাবে, শিশু হাসবে, শিশু কাঁদবে এই করোনা কালেও।
অদ্ভুত আচরনের, অদ্ভুত মানসিকতার মানুষের সংখ্যা বাড়বে সেই সাথে বাড়বে গনকবরের সারি, উর্বর হবে বিশ্ব নেতাদের মেধা সাথে বিশ্ব-ভূমি।
তারিখ: এপ্রিল ২৬, ২০২০
রেটিং করুনঃ ,