পথের পথিক আমি পথে চলি, তবে কি আমি অতি চলি ! উত্তর হচ্ছে হা অথবা না। তবে অনেকেই অতি চলে
নিজেকে বড় ভাবার যে প্রবণতা বা “অতি” এর প্রতি আমাদের যে লোভ তা সংবরণের জন্য আমাদের জ্ঞানীজন গন অতীতে যে বাংলা ভাষায় প্রবাদ বাক্য রচনা করেছেন তা পড়ে, শুনে , শিখে কতটুকুই বা মনে ধারণ করে নিয়েছি !! এবার তাহলে “অতি” কে নিয়ে বাংলা ভাষায় কিছু প্রচলিত প্রবাদ বাক্যগুলি একটু পড়ে নেই
অতি ভক্তি চোরের লক্ষণ।
অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট।
অতি লোভে তাঁতি নষ্ট।
অতি রাত জাগে যারা, মূর্খ হয় শেষে তারা।
অতি ভোজনে আয়ু হ্রাস।
অতি আশ, সর্বনাশ।
অতি চালাকের গলায় দড়ি।
অতি বোকার পায়ে বেড়ি।
অতি প্রণয় যেখানে, নিত্য যাবে না সেখানে;যদি যাবে নিত্যি;ঘটবে একটা কীর্তি।
অতি বড় ঘরণী না পায় ঘর; অতি বড় সুন্দরী না পায় বর।
অতি বড় সোদর, তিন দিন করবে আদর।
অতি বুদ্ধির গলায় দড়ি, অতি বোকার পায়ে বেড়ি।
অতি বুদ্ধির হা-ভাত।
অতিদর্পে হতা লঙ্কা।
অতি বাড় বেড়ো নাকো ঝড়ে ভেঙে যাবে;অতি ছোট হয়ো নাকো ছাগলে মুড়াবে।
অতি মন্থনে বিষ ওঠে।
অতি মেঘে অনাবৃষ্টি।
আসলে আমাদের অতি মাত্রার “অতি” থেকে কিছুটা বিরত থাকা উচিত।
নোটঃ প্রবাদ বাক্যগুলি মুখে মুখে প্রচলিত ও সংগ্রহিত।
তারিখ : ডিসেম্বর ০৪, ২০১৭
রেটিং করুনঃ ,