১০ হাজার ফুট ওপরে এই মহাসড়ক সুড়ঙ্গ—‘অটল টানেল’। ভারতের হিমাচল প্রদেশের মানালি শহরকে লাদাখের লেহ শহরের সঙ্গে যুক্ত করেছে এটি। দুই শহরের মধ্যে ৪৬ কিলোমিটার দূরত্ব ঘুচিয়েছে এই সুড়ঙ্গ; যাতায়াতকারী মানুষের সময় সাশ্রয় হয়েছে চার ঘণ্টা। বলা হচ্ছে, এত উঁচুতে এটিই বিশ্বের সবচেয়ে বড় মহাসড়ক সুড়ঙ্গ (হাইওয়ে টানেল)।
সুড়ঙ্গের ভেতরে ৬০ মিটার পরপর রয়েছে সিসিটিভি ক্যামেরা; ৫০০ মিটার পরপর রয়েছে জরুরি বহির্গমন সুড়ঙ্গ। অগ্নিদুর্ঘটনার কথা বিবেচনায় রেখে সুড়ঙ্গের ভেতরে বসানো হয়েছে ‘ফায়ার হাইড্র্যান্ট’। এই পানির কল ব্যবহার করে ফায়ার সার্ভিসের কর্মীরা সহজেই আগুন নেভাতে পারবেন। সাকল্যে এই মহাসড়ক সুড়ঙ্গের দৈর্ঘ্য ৯ কিলোমিটারের কিছু বেশি। প্রস্থ ১০ দশমিক ৫ মিটার। দুই পাশে রয়েছে এক মিটার করে ফুটপাত।
সূত্র: প্রথম আলো
তারিখ: সেপ্টম্বর ১৭, ২০২০
রেটিং করুনঃ ,