অক্সিজেনের অভাবে ফের মৃত্যুর ঘটনা দিল্লিতে। সেখানকার জয়পুর গোল্ডেন হাসপাতালে শুক্রবার রাতে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। ওই হাসপাতালের শীর্ষস্তরের এক আধিকারিক শনিবার এই ঘটনার কথা জানিয়েছেন। অক্সিজেনের অভাব দিল্লিতে কী ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে, তা ফের সামনে আনল এই ঘটনা।
জয়পুর মেডিক্যাল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডি কে বালুজা বলেছেন, ‘‘সরকারের তরফে আমাদের হাসপাতালের জন্য ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করা হয়েছে। সেই অক্সিজেন শুক্রবার বিকাল ৫টার মধ্যে আসার কথা ছিল। কিন্তু তা এসে পৌঁছয় মধ্যরাতে। ততক্ষণে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে।’’
ওই হাসপাতালে অন্তত ২২৫ জন কোভিড রোগীর অবস্থা সঙ্কটজনক। তাঁদের সব সময়ের জন্য অক্সিজেন দরকার বলেও জানিয়েছেন ওই আধিকারিক। যদিও ওই সব রোগীকে পর্যাপ্ত সরবরাহ করার মতো অক্সিজেন মজুত নেই বলে জানান তিনি।
এর আগে দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল। দিল্লির অধিকাংশ হাসপাতালে অক্সিজেনের অভাব প্রকট। শনিবার সকালে মূলচাঁদ হাসপাতাল কর্তৃপক্ষ একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং দিল্লির উপ রাজ্যপাল অনিল বৈজলের উদ্দেশে। সেই জরুরি বার্তার বিষয় অক্সিজেনের অভাব। সেখানে লেখা হয়েছে, ‘জরুরি সাহায্য দরকার। যা অক্সিজেন মজুত রয়েছে, তা দিয়ে ২ ঘণ্টাও চলবে না। অথচ ১৩৫ জন রোগীর অবস্থা সঙ্কটজনক’।
সূত্র: আনন্দ বাজার পত্রিকা
তারিখ: এপ্রিল ২৪, ২০২১
এবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হতে পারে উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন ট্যাঙ্কার। এবং বিদেশ থেকে দেশের মাটিতে সেই ট্যাঙ্কার আনার জন্য কাজে লাগানো হতে পারে ভারতীয় বায়ুসেনাকে। শুক্রবার কেন্দ্রীয় স্বররাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে করোনা সংক্রন্ত একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশে অক্সিজেনের আকাল মেটাতে ইতিমধ্যেই জার্মানি থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভ্রাম্যমাণ অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট আনা হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই ভারতে ২৩টি প্ল্যান্ট এসে পৌঁছবে বলে জানা গিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের সেনা হাসপাতালগুলিতে রাখা হবে জার্মানি থেকে আনা ওই ২৩টি ভ্রাম্যমাণ অক্সিজেন উৎপাদনকাকারী প্ল্যান্ট। ওই প্ল্যান্টগুলি দেশে নিয়ে আসার জন্য বায়ুসেনাকে তাদের বিশেষ বিমান প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতিতে দেশের মানুষকে স্বস্তি দিতে আগেই ময়দানে নেমেছে ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনা নিজেদের বিমানগুলিতে করে খালি অক্সিজেন ট্যাঙ্কারগুলিকে আকাশপথে অক্সিজেন ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছে দিচ্ছে। সেখানন থেকে অক্সিজেন ভর্তি ট্যাঙ্কারগুলি সড়কপথে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছে।
এভাবেই শুক্রবার বেগমপেট থেকে বায়ুসেনার সি-১৭ বিমান ৮টি ক্রায়োজেনিক অক্সিজেন কন্টেনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়। ইন্দোর থেকে জামনগরেও অক্সিজেন কন্টেনার নিয়ে যায় বায়ুসেনার বিমান। অপরদিকে অসমের জোরহাট থেকে হিন্দনে জরুরি মেডিক্যাল সরঞ্জাম নিয়ে আসে বায়ুসেনার সি-১৩০ বিমান। এছাড়া হিন্দন থেকে পশ্চিমবঙ্গের পানাগড়েও ট্যাঙ্কার পৌঁছে দিয়েছে বায়ুসেনা। সি-৩০ এবং সি-১৩০ ছাড়াও বায়ুসেনার আইএল- ৭৬, এএন- ৩২ এবং আভরস বিমানগুলিকে এই কাজে লাগানো হয়েছে।
সূত্র: হিন্দুস্থান টাইম
তারিখ: এপ্রিল ২৪, ২০২১
রেটিং করুনঃ ,